বুনো জঙ্গলে সবুজ পাহাড়ের গায়ে গড়িয়ে চলে তৈদুছড়া ঝর্ণা। সিঁড়ির মত পাথুরে ধাপ বেয়ে আঁকাবাঁকা পথ বেয়ে পড়ে ঝর্ণার পানি, যা একে আলাদা করেছে আর সব ঝর্ণা থেকে। থাংঝাং ঝর্ণা থেকে সৃষ্ট ঝিরি (পাহাড়ি ছোট নদী) এই ঝর্ণার পানির উৎস।
স্থানীয় ভাষায় ঝর্ণাটির নাম চিত জুরানি থাংঝাং ঝর্ণা, যার অর্থ মন প্রশান্তি ঝর্ণা। ঝর্ণাটি পড়েছে রাঙামাটিতে, তবে খাগড়াছড়ি থেকে ভ্রমণ সুবিধাজনক। তৈদুছড়া ঝর্ণার সাথে দেখে আসা যায় এই ঝর্ণা। তৈদুছড়া ঝর্ণার ডানপাশ দিয়ে পাহাড়ি এই ঝর্ণা গড়িয়ে চলে। ক্লান্তিকর পথ শেষে ঝর্ণার শীতল জলে গোসল করে স্নিগ্ধ করে নেওয়া যায় হৃদয়কে।
রিছাং অর্থ পানি গড়িয়ে পড়া। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ে রিছাং ঝর্ণার জলধারা।