ট্রাভেলিয়া কি?

ট্রাভেলিয়া একটি বাংলাদেশ ভিত্তিক ট্যুরিজ্‌ম মার্কেটপ্লেস। যেখানে আমাদের পার্টনার হিসেবে রেজিস্ট্রেশন করে,

১। ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি তাদের ট্যুর প্যাকেজ বিক্রি করতে পারবেন।

২। হোটেল/ মোটেল/ রিসোর্ট / গেস্ট হাউজ কর্তৃপক্ষ তাদের কক্ষ ভাড়া দিতে পারবেন।

৩। রেন্ট-এ-কার ও গাড়ীর মালিক তাদের গাড়ী ভাড়া দিতে পারবেন।

৪। এপার্টমেন্ট বা বাড়ির মালিক ট্যুরিস্টদের কাছে দিন ভিত্তিক তাদের বাড়ি/ এপার্টমেন্ট / কক্ষ ভাড়া দিতে পারবেন।

 

ট্রাভেলিয়ার উদ্দেশ্য কি?

ট্রাভেলিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে ঘুরাঘুরির অভিজ্ঞতাকে আরও সুন্দর করতে চায়। আমাদের দেশে ঘুরাঘুরি করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা থাকলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা, জানা শোনা না থাকার কারণে বেশিরভাগ জায়গাকে ট্যুরিস্ট স্পট হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য করা সম্ভব হচ্ছেনা। আবার প্রতিষ্ঠিত ট্যুরিস্ট স্পট গুলোতে যাওয়া আসার ক্ষেত্রে বেশীরভাগ মানুষের কাছেই পর্যাপ্ত তথ্য নেই। কেউ যেতে চায় কিন্তু হোটেল গুলো ও তার ভাড়া সম্পর্কে অবগত না আবার কোন প্যাকেজ নেওয়ার ক্ষেত্রে ২/১ টা অপারেটরের বাইরে বাকিদের সম্পর্কে না জানার কারণে দেখা যায় বাজেট কম হওয়ায় ট্যুর ক্যান্সেল করতে হয়। ট্রাভেলিয়া মূলত প্রত্যেকের এই ধরনের যাবতীয় সমস্যা সমাধানে কাজ করতে চায়। আর এই কাজে ট্রাভেলিয়া সঙ্গী হিসেবে চায় আপনাদের।

 

ট্রাভেলিয়া কিভাবে কাজ করে?

১। ট্রাভেলিয়ার পার্টনার হিসেবে রেজিস্ট্রেশন করুন।

২। প্রোফাইলের সব তথ্য প্রদান করুন, মোবাইল ও আইডি কার্ড ভেরিফিকেশন সম্পন্ন করুন।

৩। আপনার সার্ভিস লিস্ট করুন। ৪। বুকিং পান। ৫। সার্ভিস সম্পন্ন হলে টাকা উইথড্র করুন।

 

ট্রাভেলিয়ার পার্টনার হওয়ার সুবিধা কি?

আপনার মনে প্রশ্ন জাগতে পারে যেখানে নিজেদের পেজ/গ্রূপের মাধ্যমেই গ্রাহক পাওয়া যায় সেখানে ট্রাভেলিয়া তে যুক্ত হওয়ার প্রয়োজন কি? নিজের পেজ/গ্ৰুপের পাশাপাশি ট্রাভেলিয়াতে যুক্ত হলে ব্যবসা বাড়ানোর জন্য বিশেষ কিছু সুবিধা পাবেন:

১। ট্রাভেলিয়া একটি স্বাধীন প্রতিষ্ঠান যার কারণে আমরা সবসময় পার্টনার ও গ্রাহকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা, অফার প্রদান করতে পারবো।

২। ট্রাভেলিয়াতে যুক্ত হলে আপনি আরও বেশী গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন।

৩। আমাদের প্লাটফরমে আমরা গ্রাহকদের বিভিন্ন সময়ে বিভিন্ন অফার প্রদান করব যেগুলোর জন্য আপনাকে কোনো অতিরিক্ত খরচ বহন করতে হবেনা। এতে যেমন আপনার বর্তমান গ্রাহকেরা সুবিধা পাবে তেমনভাবে নতুন গ্রাহক বাড়ার সুযোগ সৃষ্টি হবে।

৪। বিভিন্ন সময়ে আমরা এসএমএস, ইমেইল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সেবা/প্যাকেজ গুলোর মার্কেটিং করব এতে আপনার অতিরিক্ত খরচের প্রয়োজন হবেনা।

৫। আপনি একজায়গা থেকেই অন্যান্য প্রতিষ্ঠানের সেবা সম্পর্কেও জানতে পারবেন যা আপনার ব্যবসার পরবতী পদক্ষেপ নিতে সহায়তা করবে।

৬। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার গ্রাহকের রিভিউ নিতে পারবেন। শুধুমাত্র আপনার সেবা গ্রহণ করেছেন এমন গ্রাহকই রিভিউ দিতে পারবেন। যত বেশি ভালো রিভিউ ততবেশি নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা বাড়বে।

 

কিভাবে বুকিং করা যায় ট্রাভেলিয়ার মাধ্যমে?

১। আংশিক মূল্য পরিশোধ - এক্ষেত্রে গ্রাহক ২০% টাকা আমাদের পরিশোধ করে বুকিং সম্পন্ন করবেন এবং বাকি টাকা সরাসরি পার্টনারকে পরিশোধ করবেন।

২। সম্পূর্ণ মূল্য পরিশোধ - এক্ষেত্রে গ্রাহক সম্পূর্ণ টাকা আমাদের পরিশোধ করে বুকিং সম্পন্ন করবেন এবং আমরা পার্টনারকে পরিশোধ করবো।

 

ট্রাভেলিয়া কিভাবে টাকা পরিশোধ করবে?

১। গ্রাহক বুকিং সম্পন্ন করলে পার্টনারের অ্যাকাউন্টে তার অর্থ জমা হবে।

২। গ্রাহকের বুকিংকৃত সেবা সফলভাবে সম্পন্ন হলে পার্টনার তার টাকা পরিশোধের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন।

৩। ন্যূনত্বম ২৫০০ টাকা হলেই পার্টনারকে ব্যাংক/বিকাশ/রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা হবে।

 

ট্রাভেলিয়া কি রকম চার্জ নিবে?

আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে ও আপনার সেবা/প্যাকেজ যুক্ত করতে কোন খরচ নেই। শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হওয়া প্রতিটি বুকিংয়ের জন্য ১৫% চার্জ প্রযোজ্য। আমরা এই অর্থ সম্পূর্ণরূপে প্লাটফরমের উন্নয়ন, গ্রাহক সেবা, আপনাদের মার্কেটিং ইত্যাদি কাজে ব্যবহার করব।

 

ট্রাভেলিয়ার পার্টনার হওয়ার শর্তাবলীঃ https://travelia.com.bd/page/partner-terms-and-conditions

পার্টনার রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://travelia.com.bd/page/become-a-partner

পার্টনার ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/traveliapartner

পার্টনার সাপোর্ট মেইলঃ partner@travelia.com.bd